ওসমানীনগর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা দিপু মনি বলেছেন, সবমিলিয়ে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তাই শিক্ষকদের পেশাগত উন্নতির জন্যে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা ও কারিকুলাম যুগোপযোগী করা হয়েছে।
রবিবার দুপুরে সিলেটের ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় অচিরেই দুটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ কাজও হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী ও মোকাব্বির খান, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পাল। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু।
Leave a Reply