নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, দেশে এখন শিক্ষা প্রতিষ্ঠানের কোন অভাব নেই; কিন্ত শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেই হবে না, সেখানে অবশ্যই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে।
রবিবার সকালে মহানগরীর কবি নজরুল অডিটরিয়ামে উইমেন্স মডেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্কলার্সহোমের অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক নিজাম উদ্দিন ও উইমেন্স মডেল কলেজ অধ্যক্ষ আবুল ওয়াদুদ তপাদার। সভাপতিত্ব করেন, ইএসডি ফাউন্ডেশনের সহ সভাপতি কাজী সাজিদ আলী। সঞ্চালনায় ছিলেন, গণিত বিভাগের প্রভাষক বিধু রঞ্জন রায়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply