শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা মহান মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে মান্নান হীরা রচিত ও সুদীপ চক্রবর্তী নির্দেশিত মোমেনা চৌধুরীর একক অভিনয়ের ‘লাল জমিন’ নাটকটি এবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মঞ্চায়ন হবে।
শিক্ষামন্ত্রী ড দীপুমণি নাটকটি দেখে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনীর গুরুত্ব অনুধাবন করে এ ব্যাপারে প্রয়োজনীয় নিদের্শনা দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনীর জন্য গত ১৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার রাজধানীর কাকরাইলে অবস্থিত অনুস্বর স্টুডিওতে শূন্যন রেপার্টরি আহুত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নাটকটির অভিনেত্রী মোমেনা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি অভিনেতা জিয়াউল হাসান কিসলু।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ইতোমধ্যে ‘লালজমিন’ নাটকটির ৭৮টি প্রদর্শনী করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় মঞ্চায়ন হয়েছে ১৫টি কলেজে। বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় দেশের ৪২টি পুলিশ লাইন্সেও মঞ্চায়ন হয়েছে।
শূন্যন রেপার্টরি থিয়েটারের ‘লালজমিন’ নাটকটি মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ। গত ১৩ অক্টোবর ‘লালজমিন’ নাটকটির ৩০৬তম প্রদর্শনী হয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। বাংলাদেশে থিয়েটারের ইতিহাসে একক অভিনীত কোনো নাটকের তিন শতাধিক মঞ্চায়ন এটাই প্রথম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply