হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো আবু জাফর রাজু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনায় গাছ লাগাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ ও প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি, বিশিষ্ট শিল্পপতি রাখাল কুমার গোপ সিআইপির মায়ের নামে প্রতিষ্ঠিত মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সেখানে জাতীয় শোকদিবস উপলক্ষে বৃক্ষরোপণকালে তিনি এ আহ্বান জানান।
পরে তিনি রাখাল কুমার গোপের বাবার মৃত্যুতে সমবেদনা জানাতে তার বাড়িতে যান এবং হতদরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম ইসলাম কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জ্যোতির্ময় দাশ জ্যোতি, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, জামাল আহমেদ, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শচীন্দ্র কুমার গোপ, জৌতির্ময় কুমার গোপ, সুপ্রিম কোর্টের আইনজীবী সারোয়ার আলম, সাবেক মেম্বার মোহাম্মদ শাহজাহান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ খান, ইমন আহম্মেদ, মিফতাউল ইসলাম, সৈয়দ জুয়েল, স্বপন কুমার গোপ, রিপন কুমার গোপ ও অধির চন্দ্র গোপ।
Leave a Reply