নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা নিয়ে কাউকে কোন ধরনের বাণিজ্য করতে দেয়া হবেনা।
শনিবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে এখন ৯০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কোন কোনটি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অস্তিত্ব টিকিয়ে রাখতে নাও পারে। ইতোমধ্যে কয়েকটি বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষা জনকল্যাণ মূলক কাজ। এজন্যেই যারা সমাজের জন্যে-দেশের জন্যে কাজ করতে চান তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, সরকার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জনগণের অর্থ বিনিয়োগ করেছে।
তিনি বলেন, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ক্যাম্পাস করতে হবে। এছাড়া ইচ্ছেমতো বেতন বাড়ানো যাবেনা।
ওরিয়েন্টেশনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড গোলাম শাহি আলম। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড মতিউর রহমান হাওলাদার।
Leave a Reply