নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম বলেছেন, দেশে কেবল শিক্ষার হার বাড়ালেই হবেনা-মানও বাড়াতে হবে। এজন্যে আরো দায়িত্বশীল হতে হবে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী সহ সকলকে। শিক্ষার্থীদেরকেও পড়াশোনায় অধিক মনোযোগী হতে হবে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপ পরিচালক দেবজিৎ সিংহ ও অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। প্রবন্ধ উপস্থাপন করেন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক নজরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ।
বিভাগীয় কমিশনার বলেন, আমাদের শিক্ষার হার যথেষ্ট বাড়লেও সাক্ষরতার দিক দিয়ে আমরা এখনো বিশ্বপরিস্থিতিতে অনেক পিছিয়ে রয়েছি। তাই আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।
এ ব্যাপারে তিনি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তি উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, পাঠ্যবই কেন্দ্রীক শিক্ষা ভাল ফল দেয়না। তাই অন্যান্য বইও পড়তে হবে।
তিনি বলেন, প্রতিভার প্রকাশ পরীক্ষায় জিপিএ-ফাইভ পাওয়া ছাড়াও বিভিন্নভাবে হতে পারে।
Leave a Reply