সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিব উল্লাহ জুয়েল ও বেলায়েত হোসেন লস্কর, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার।
Leave a Reply