নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা এক কিশোরী শিক্ষার্থীকে লাঞ্ছিত ও দুই সাংবাদিককে মারধরের অপরাধে চার ছাত্রলীগ কর্মীকে শাবিপ্রবি থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার দুপুরে সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বহিষ্কৃতরা হলেন, মাহমুদুল হক রুদ্র, সাজ্জাদ রিয়াদ, রাহাত সিদ্দিকী ও সুমন সরকার। এছাড়া শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সতর্ক করা হয়েছে।
৮ এপ্রিল মহানগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী তার ফুফাতো ভাইকে নিয়ে শাবিপ্রবি বেড়াতে গিয়ে শহীদমিনার এলাকায় লাঞ্ছনার শিকার হন।
এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ সভাপতি নাবিউল আহমদ দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাসকে আহত করে।
এ ঘটনার ব্যাপারে শাবিপ্রবি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।
Leave a Reply