নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক ড আব্দুল মান্নান।
সভাপতিত্ব করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ। পরিচালনা করেন, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার। আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিদর্শক রওশন আরা শেলী, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদ।
প্রধান অতিথি অধ্যাপক ড আব্দুল মান্নান শিক্ষকদেরকে নানা বিষয়ে দিক নির্দেশনা দেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সম্পর্ক হতে হবে বন্ধুর মতো। তাহলে শিক্ষা দান ও গ্রহণ দুটিই সহজ হয়ে উঠবে।
দেশে শিক্ষার বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগও তিনি তুলে ধরেন।
Leave a Reply