নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ও বন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, প্রকৃত মানুষ হতে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাও গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেছেন, আত্মনির্ভরশীল জাতি গঠনে কারিগরি এবং প্রযুক্তি শিক্ষার প্রয়োজন রয়েছে।
শনিবার সকালে মৌলভীবাজারের বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও পুলিশ সুপার ফারুক আহমেদ।
রজতজয়ন্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
Leave a Reply