নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর শাখা ১১ দফা দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের পক্ষ থেকে রবিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম ফেরদৌস স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বেসরকারি শিক্ষকদের পদোন্নতি, টাইম স্কেল, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণ অবসর, পূর্ণ উৎসব ও বৈশাখী ভাতা, যোগ্যতার শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত শিক্ষকদের এমপিও প্রদান, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় অনভিপ্রেত হস্তক্ষেপ বন্ধ সহ সকল দাবি ৬ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় ৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যক্ষ সৈয়দ মহদ্দিস আহমদ, আব্দুল জলিল, সুবল চন্দ্র পাল, সালাউদ্দিন বেলাল, এম এ রহিম, এনামুল হক চৌধুরী সোহেল, সালেহ আহমদ, রণজিৎ দে, ফখরুল ওয়াহিদ চৌধুরী, বরণ কুমার চৌধুরী, শুভেন্দু শেখর পাল, আজির উদ্দিন, ব ম বাবর, এম এ জলিল, মো শফিক মিয়া, বিপুল তালুকদার প্রমুখ।
Leave a Reply