শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় বেতনস্কেল মোতাবেক বার্ষিক প্রবৃদ্ধি, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান সহ নানা দাবি সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবর পেশ করা হয়েছে।
রবিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে পেশ করেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-বাকবিশিস সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাকবিশিস জেলা সভাপতি অধ্যক্ষ মো শামসুল ইসলাম, মহানগর সভাপতি উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়, জেলা সহ সভাপতি অধ্যক্ষ আবিদুর রহমান, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, অধ্যাপক সীতাংশু শেখর দে, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক কাশমির রেজা, অধ্যাপক সুনির্মল দত্ত, অধ্যাপক ফারুক আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষকদের অবহেলা ও বৈষম্য অত্যন্ত অমানবিক। বিক্ষিপ্তভাবে জাতীয়করণ না করে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম পে কমিশনের আলোকে বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রদান, বাংলা নববর্ষের উৎসব ভাতা ও বার্ষিক পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ, অবসর তহবিল ও কল্যাণ ট্রাস্টের টাকা দ্রুততার সাথে প্রদান, অনুপাত প্রথা বাতিলপূর্বক সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করার কথা উল্লেখ রয়েছে।
স্মারকলিপিতে অবিলম্বে ২০১০ সালের শিক্ষানীতির আলোকে শিক্ষা জাতীয়করণের জোর দাবি জানানো হয়।
Leave a Reply