নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির অচলাবস্থা বৃহস্পতিবারের মধ্যে নিরসন করতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপাচার্যকে ফোন করেছিলেন।
তারা শাবিপ্রবিতে এধরনের পরিস্থিতি সৃষ্টি এবং বন্ধ ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী অবিলম্বে শাবিপ্রবি খুলে দিতে বলেন।
আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের যেসব নেতাকর্মীর কারণে শাবিপ্রবির শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয় তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে বলেন।
শাবিপ্রবির একটি দায়িত্ব সূত্র শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ফোনের বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply