নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে শিক্ষায় এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অসামান্য অবদান, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীতকরণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও অবকাঠামোগত উন্নয়নের স্বীকৃতি স্বরূপ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুজা মোহাম্মদ জাকারিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। পরিচালনায় ছিলেন, অর্থনীতি বিভাগের প্রভাষক অসিত চক্রবর্তী।
Leave a Reply