শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভোলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব চৌধুরীর মৃত্যুর জন্যে দায়ী অটোরিকশা চালকের বিচার দাবিতে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে মঙ্গলবার (১২ নভেম্বর/২৭ কার্তিক) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজীব চৌধুরী সুনামগঞ্জ পিটিআইতে প্রশিক্ষণে ছিলেন। গত ৬ নভেম্বর রাত ৮টা ২১ মিনিটে পিটিআইর সামনের রাস্তায় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। উন্নত চিকিৎসার জন্যে প্রথমে তাকে নেওযা হয় সিলেটে-পরে ঢাকায়; কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর রাত পৌণে ১২টার দিকে তার মৃত্যু হয়।
মানববন্ধন শেষে রাজীব চৌধুরীর অকাল মৃত্যুতে শোকসভারও আয়োজন করা হয়।
শাল্লা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন, চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রিয়াজ উদ্দিন। বাহাড়া মধ্যেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পা রানী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, আবু রায়হান ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক তরুণ কান্তি দাস। এছাড়াও শিক্ষক স্বদেশ তালুকদার ও সুব্রত কুমার দাস সহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অটোরিকশা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।