সুনমগঞ্জ প্রতিনিধি : ‘শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় রুখো সাম্প্রদাযিক সন্ত্রাস’ স্লোগান নিয়ে দেশব্যাপী শিক্ষক নির্যাতন, হত্যা ও নড়াইলসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর এবং অগ্নিসংযোগসহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদ ও মহিলা পরিষদ জেলা শাখার যৌথ উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, মহিলা পরিষদের সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, যুব ইউনিয়নের জেলা সভাপতি আবু তাহের মিয়া ও ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আসাদ মণি।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।
Leave a Reply