NATIONAL
National Heart Foundation of Bangladesh President National Professor Brigadier (Retd) A Malik no more (Innalillahi wa Innailahi Rajiun) || ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) এ মালিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)
সংবাদ সংক্ষেপ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নতুন সদস্য হলেন অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুন্ডু জকিগঞ্জ থানা হাজত থেকে পালিয়ে গেছে ‘দুর্ধর্ষ চোর’ খ্যাত রাসু মাধবপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব উদযাপিত স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবসহ ৪ নেতা গ্রেফতারে বিএনপির নিন্দা হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের অভিষেক অনুষ্ঠিত ডা মালিককে সমাহিত করা হবে সিলেটে || প্রথম জানাজা হার্ট ফাউন্ডেশনে ডা আব্দুল মালিকের মৃত্যুতে সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের শোক প্রকাশ সিলেটে পুলিশের অভিযানে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার || গ্রেফতার ২ জন টেকসই কৃষি ও বাস্তুতন্ত্র সুরক্ষায় মাটি ও পানির সমন্বিত ব্যবস্থাপনা অপরিহার্য : মৃত্তিকা দিবসে অভিমত মৌলভীবাজারের ৪ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭ জনের পররাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন সিসিকের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত || প্যানেল মেয়র নির্বাচিত হলেন কামরান লিপন ও শানু সিলেটে বঙ্গবন্ধুর নামে কমপ্লেক্স নির্মাণে চীনের আর্থিক সহযোগিতা চাইলেন সিসিক মেয়র প্রতিবন্ধীদরেকে দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার Exchange of views of Momem with City A League Leaders মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শাল্লায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা

শিক্ষক আন্দোলন ও বিশ্ব শিক্ষক দিবসের প্রত্যাশা

  • রবিবার, ১ অক্টোবর, ২০১৭

প্রভাষক জ্যোতিষ মজুমদার
মানুষের মধ্যে যে সমস্ত মানবিক গুণাবলী রয়েছে, শিক্ষা সেগুলোকে বিকশিত করে। শিক্ষা মানব জীবনকে পরিশীলিত করে। তাই শিক্ষা জাতীয় উন্নতি ও অগ্রগতির প্রধান ধারক ও বাহক। আর এজন্যই শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়। শিক্ষা কথাটি বললেই প্রথমে যে কথাটি আসে তা হল শিক্ষক। কেননা যেকোন শিক্ষা ব্যবস্থার প্রাণকেন্দ্র হচ্ছে শিক্ষক। শিক্ষা ব্যবস্থার গুণগত উৎকর্ষ নির্ভর করে শিক্ষকের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও প্রচেষ্টার উপর। এই চরম সত্যটি পৃথিবীর প্রতিটি দেশেই স্বীকৃত ও প্রতিষ্ঠিত। নিষ্ঠাবান ও মেধাবী শিক্ষকেরাই মূল্যবোধ সম্পন্ন শিক্ষা বিস্তারের মাধ্যমে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ সাল থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। ইউনেস্কো মনে করে, শিক্ষা ও উন্নয়নে শিক্ষকরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকেন। পৃথিবীর শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর ডাকে এ দিবসটি পালন করা হয়।
দিবসটি পালনের উদ্দেশ্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানো।
১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম অধিবেশনে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ সাল থেকে বিভিন্ন শিক্ষকগণ মোটাদাগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন। বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যশনাল (ইআই) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে থাকে। দিবসটি উপলক্ষে এডুকেশন ইন্টারন্যাশনাল প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে, যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
তবে পৃথিবীর বিভিন্ন দেশে এই দিবসটি বিভিন্ন তারিখে পালিত হয়। যেমন ভারতে ৫ সেপ্টেম্বর (ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড রাধাকৃষ্ণণের জন্মদিন), আফগানিস্তানে ১৫ অক্টোবর, আর্জেন্টিনায় ১১ সেপ্টেম্বর, বিশ্বের ১১টি দেশে ২৮ ফেব্রুয়ারি একাযোগে শিক্ষক দিবস পালন করে থাকে। আরো ১৫টি দেশ ৫ অক্টোবর দিবসটি পালন করে।
বিশ্বের শিক্ষক সমাজ যখন বিশ্ব শিক্ষক দিবস পালন করতে প্রস্তুত, ঠিক সেই সময়ে বাংলাদেশের শিক্ষক সমাজ বিভন্ন সংগঠনের ব্যানারে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে রাস্তা নেমেছে। বিভিন্ন বঞ্চনার বেড়াজালে আবদ্ধ শিক্ষক সমাজের দাবি আদায়ের জন্য বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম আগামী ১৯ অক্টোবর, বৃহস্পতিবার মহাসমবেশের ডাক দিয়েছেন।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশে শিক্ষক সমাজ এখনও অর্থনৈতিক পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হতে পারেননি। বেসরকারি শিক্ষকরা আজও অবহেলিত। একজন কলেজ শিক্ষক হিসেবে আমি দেখেছি সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও একজন কলেজ শিক্ষক প্রভাষক হিসেবে যোগদান করে ২৫/৩০ বছর চাকরি করেও প্রভাষক হিসেবেই অবসর গ্রহণ করেন। যে অবস্থান থেকে চাকরি জীবন শুরু সেখানেই শেষ। বলুন এটা কি ভাবা যায়? এখানেই শেষ নয়, স্বল্প বেতনের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে জীবন সায়াহ্নে অবসর সুবিধার অর্থে দুশ্চিন্তাহীন দিন গুজরানের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে শিক্ষকদের। অবসরে যাবার কত বছর পর পেনশনের টাকা জুটবে তা অবসরগ্রহণকারী শিক্ষক যেমন জানেন না, তেমনি জানেন না প্রদানকারী ব্যক্তিগণও। এর চেয়ে লজ্জার, অপমানের আর কি হতে পারে।
স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ভাগ্যোন্নয়ন ঘটেনি। দুঃখ-দুর্দশা, সীমাহীন বৈষম্য প্রতিনিয়ত শিক্ষক-কর্মচারীদেরকে ক্ষত-বিক্ষত করে তুলেছে। জনগণ তথা জাতির আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে তৈরি করা হয়েছে-জাতীয় শিক্ষানীতি-২০১০; কিন্তু শিক্ষানীতি বাস্তবায়নের কারিগর শিক্ষক-কর্মচারীদের সুবিধা বঞ্চিত করে রাখা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের নেই বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা ও পূর্ণাঙ্গা বাড়ি ভাড়া। অথচ বেসরকারি শিক্ষকগণ দেশের শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৯৮.৫৪ ভাগ শিক্ষার্থীকে পাঠদান করে থাকেন। যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষকগণ পান না সরকারি অনুদান সহয়তা। লাগামহীন দ্রব্যমূল্যের বর্তমান যুগে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমরা বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ আর কতকাল বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন পরিচালনা করে যাবো?
দেশে সর্বক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে; কিন্তু মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য এখনও দূর করা হয়নি, যা বর্তমান সময়ের সবচেয়ে অপরিহার্য দাবি।
মহান সংবিধানে উল্লেখিত শিক্ষকদের মর্যাদা রক্ষায় বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা দূরীকরণে আমাদের প্রধান মৌলিক অধিকার সুরক্ষায় আমাদের শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করণে আমাদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ।
প্রতিযোগিতাময় বিশ্বায়নের এ যুগে ক্ষুধার্থ শিক্ষক দিয়ে তৃষ্ণার্থ শিক্ষার্থীদের প্রয়োজন মেটানো কোন ভাবেই সম্ভব নয়। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপলব্ধি করতে হবে। বেসরকারি শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের উপর জাতির কৃষ্টি, সভ্যতা ও সমৃদ্ধি নির্ভর করে; কিন্তু শিক্ষার সেই প্রাণ বেসরকারি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সবসময়ই সরকারের বিমাতাসুলভ আচরণের শিকার। কিন্তু কেন? আমরা কি একটি সুন্দর ভবিষ্যৎ আশা করতে পারি না?
শিক্ষকতা সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন পদ। একজন মানুষের জীবনে তার পিতা-মাতার পরই সর্বোচ্চ আসনে শিক্ষকদের স্থান। দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিও যদি তার শিক্ষককে সামনে দেখেন, তখন শ্রদ্ধায় মাথা নত করেন। আর সেই শিক্ষকরাই আজ সমাজে বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত ও অবহেলিত।
বাংলাদেশকে বিশ্বমানে উত্তীর্ণ করার জন্য সরকার এবং বিরোদী দল বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য প্রদান করেন। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মডেল হিসেবে দাড় করাণের প্রতিশ্রুতিও অনেকে দিয়ে থাকেন। বিগত ২০১০ সালের ১২ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এবং ২০১২ সালের ১৯ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন, তার দল (বিএনপি) ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বলেছেন, দাবি আদায়ে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না।
দিন বদলের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল কলাকৌশলীদের প্রতি সবিনয় অনুরোধ, বেসরকারি শিক্ষকদের সমস্যা সমাধানে জাতীয়করণের ব্যবস্থা দ্রুত গ্রহণ করুন, তবেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।
লেখক : প্রভাষক, ইছামতি ডিগ্রি কলেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

সংবাদ অনুসন্ধান

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest