সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরকারি প্রাথমিক শিক্ষক পরিবার এবং সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার খানমের সভাপতিত্বে ও জেলা সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো হারুনুর রশিদ হারুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক শুভংকর তালুকদার ও বেসরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো রুহুল আমীন।
শিক্ষক নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ছয়মাসে শিক্ষকের উপর হামলার একাধিক ঘটনা ঘটেছে।
Leave a Reply