নিজস্ব প্রতিবেদক : আইপিডিসি-প্রথম আলো ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’ উপলক্ষে সিলেটে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা অভিমত রেখেছেন, শিক্ষক শব্দটি বড় আবেগ জড়ানো। শিক্ষকের কাছে ঋণের শেষ নেই। এ ঋণ কখনও শোধ করা যায়না। তবে আনুষ্ঠানিক সম্মাননার গুরুত্ব আছে। এর মধ্য দিয়ে শিক্ষকতাকে সম্মানিত করা হয়। সমাজ শিক্ষকের মর্যাদার উপলব্ধিকে শাণিত করে।
তারা আরও বলেছেন, সভ্যতা বিকশিত হচ্ছে মূলত শিক্ষকদের জন্যেই। সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষ ভুল করলে এর ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব; কিন্তু একজন শিক্ষক শিক্ষার্থীদের ভুল শিক্ষা দিলে জাতি ও সভ্যতা শেষ হয়ে যাবে।
শুক্রবার বিকেলে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেল মিলনায়তনে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে শতাধিক শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদের বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুর রশিদ মো রেনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকাদ্দেস বাবুল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড নাজিয়া চৌধুরী, ড জহিরুল হক শাকিল, স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাস প্রধান ফয়জুল হক, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড মুস্তাক আহমাদ দীন, আইপিডিসি সিলেট শাখার ব্যবস্থাপক রাফায়েত উল কবির, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ প্রমুখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রথম আলো সিলেট বন্ধুসভার সভাপতি হুমাইরা জাকিয়া পুতুল। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য ফারিয়া খানম। অনুষ্ঠানে ‘আলীনূর স্যার’, ‘আখতার স্যার’ ও ‘মজুমদার স্যার’ শিরোনামের তিনটি ভিডিওচিত্র দেখানো হয়। এ ছাড়া ‘জার্নি ভিডিও’ এবং ‘ইভেন্ট সিজি’ শিরোনামে দুটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল সিলেট বন্ধুসভা। এছাড়াও, নাট্যব্যক্তিত্ব আনোয়ার হোসেন রনি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি পুলিন রায়, কবি সুমন বণিক, নাট্যসংগঠক হুমায়ূন কবির জুয়েল, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, ইছামতী কলেজের সহকারী অধ্যাপক জ্যোতিষ মজুমদার, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ফরহাত আরা বেগম, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রদীপ বৈষ্ণব, বেসরকারি চাকরিজীবী অর্পণ তালুকদার, ব্যাংক কর্মকর্তা সুশান্ত দাশ ও মো তাহমিদ হাছান, বাউল বশিরউদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply