গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদের উপর শনিবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ও তার ভাই জিয়াউল ইসলাম, জোয়াদুল ইসলাম, মফিজুর রহমান ও দেলোয়ার হোসেন সহ অন্যদের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা সহ সুশীল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহণে বিকেল ৩টায় উপজেলা সদরের শহীদমিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রবীণ শিক্ষক আহমদ আলীর সভাপতিত্বে এবং শিক্ষক নাজমুল ইসলাম ও শিক্ষক পিন্টু চক্রবর্তীর যৌথ পরিচালনা মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আবুল হাসনাত জুয়েল, সিরাজুল ইসলাম মামুন, নূরুল আমিন, সিরাজ উদ্দিন, সোহেল আহমদ, নূরুল আমিন, গিয়াস উদ্দিন, আহমেদুল কিবরিয়া বকুল, গোলাম মাসুদ লিটন, মাহফুজ আহমদ, আব্দুর রশিদ, তাজ উদ্দিন, সায়েম আহমদ, মাহবুবুল আলম, আজমল আলী, ইসমত আরা, ময়নুল হোসেন, সালিকুর রহমান, কবির উদ্দিন, সালাউদ্দিন প্রমুখ।
পরে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply