নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গবেষণা কাজে আরো বেশি মনোনিবেশ করতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বার্ষিক সম্মেলন ও গবেষণা ফলাফল কর্মসূচিতে প্রধান অতিথির বক্ততৃায় তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুস সোবহান ও আবুল হাসনাতকে গবেষনায় উপাচার্য সম্মানান প্রদান করা হয়।
উপাচার্য ড আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ মজুমদার।
Leave a Reply