এনা, শিকাগো : শিকাগো সিটির ক্লার্ক স্ট্রিট পয়েন্টে জিয়াউর রহমান ওয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয় দুই বছর আগে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মামলার পরও আদালতের রায় বহাল থাকায় সিটি কাউন্সিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেই রাস্তাটি নামকরণ হয়।
এ উপলক্ষে ৩রা অক্টোবর বিকেলে ক্লার্ক স্ট্রিটের জিয়াউর রহমান ওয়ের উম্মুক্ত স্থানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এর দ্বিতীয় বর্ষপূর্তি পালন করে।
শিকাগো সিটি ও ইলিনয়স স্টেট বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু। স্বাগত বক্তব্য রাখেন শিকাগো সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র ও ইলিনিয়স রাজ্যের ডেমোক্রেটি পার্টির চেয়ারম্যান জো মোর। বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি। শিকাগো বিএনপির সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ডেইজি ও সাংগঠনিক সম্পাদক দুলু মিয়ার যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, শিকাগোর বিএনপির প্রধান উপদেষ্টা শাহ মোসাদ্দেক মিন্টু প্রমুখ।
এর আগে জিয়াউর রহমান ওয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
Leave a Reply