সিলেট সরকারি মহিলা কলেজ রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
বুধবার সম্পাদিত এই চুক্তির আওতায় সরকারি মহিলা কলেজের ১২ হাজারে অধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই তাদের বা সন্তানদের বেতন ও অন্যান্য খরচাদি পরিশোধ করতে পারবেন।
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো নূরুল ইসলাম ও উপাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা জিন্নুরায়েন এবং রূপালী ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ মাহব্যবস্থাপক আব্দুল মতিন, সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মোহাম্মাদ শহীদ উল্লাহ সরকার, শিওরক্যাশের রিজিওনাল সেলস ম্যানেজার মো মিজানুর রাহমান পাটোয়ারি, ডিরেক্ট সেলস সিলেট বিভাগের প্রতিনিধি তরুণ কুমার ধর, সিলেটের এরিয়া ম্যানেজার মো রবিউল আলম, সিলেটের শিওরক্যাশের পরিবেশক শাহ মো এমদাদুর রাহমান ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিতি ছিলেন।
Leave a Reply