হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা নির্বাচন কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম। ফলাফল অনুযায়ী ফরিদ আহমেদ অলির প্রাপ্ত ভোট ৪ হাজার ৪১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট। উল্লেখ্য, এখানে মেয়র পদে আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থী ছিলেন।
অন্য মেয়র প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো, বর্তমান মেয়র মো. ছালেক মিয়া ২ হাজার ৫৯৯ ভোট, ফজল উদ্দিন তালুকদার ১ হাজার ৫১০ ভোট, আবুল কাশেম শিবলু ১ হাজার ৪৩০ ভোট ও ইমদাদুল ইসলাম শীতল ৫২২।
এবার সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে মো. রজব আলী, ২ নম্বর ওয়ার্ডে মো. আবদুল জলিল, ৩ নম্বর ওয়ার্ডে মো. মাসুক মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে জালাল উদ্দিন মোহন, ৫ নম্বর ওয়ার্ডে মো. আব্দুল গফুর, ৬ নম্বর ওয়ার্ডে ফাহিন হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মো. তাহির মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুল আহাদ ও ৯ নম্বর ওয়ার্ডে আব্বাস উদ্দিন।
সংরক্ষিত আসনে নির্বাচিত নারীরা হলেন, আছমা আক্তার, তফুরা খাতুন ও আফসানা ডলি।
ভোটাররা জানান, দীর্ঘদিন পর সুন্দর পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করায় কোন জাল ভোট কিংবা কারচুপির সুযোগ ছিল না। তবে ইভিএমে আঙুলের ছাপ না মিলাতে কিছু ভোটার ভোট না দিয়েই বাড়ি ফিরেছেন।
Leave a Reply