হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় কাউন্সিলদের হামলায় পৌর সচিব মাহবুব আলম পাটোয়ারী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। আহত সচিবকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার দুপুরে পৌরসভার ২, ৪ ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলররা তাদের লোকজন নিয়ে জন্ম নিবন্ধন করতে সচিবের কক্ষে যান; কিন্তু নিবন্ধন কাজে দেরি হওয়া নিয়ে কাউন্সিলরদের সাথে সচিবের কথা কাটাকাটি হয়। এ অবস্থায় মেয়র সচিবকে নির্দেশ দেন, তাদেরকে জন্মনিবন্ধন সনদ না দেওয়ার জন্য। এতে কাউন্সিলররা উত্তেজিত হয়ে সচিবসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দেন।
পৌরসভার সচিব মাহবুব আলম পাটোয়ারী তখন ফোনে বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন এক কর্মকর্তাকে জানালে কাউন্সিল ও তাদের লোকজন তার উপর হামলা চালায়। এতে পৌরসভায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের ডা মিন্টুন রায় জানান, পৌর সচিবের শরীরে বড় ধরনের আঘাতের কোন চিহ্ন নেই।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া ও কাউন্সিলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
Leave a Reply