হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ, সিএনজি অটোরিক্সা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, নিহত একজনের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্রে নাম লেখা রয়েছে, দিপংকর পোদ্দার। ঠিকানা, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রাম। ভিজিটিং কার্ডে লেখা আছে, মেডিসিন ও শিশুরোগ চিকিৎসক। অপর নিহত পুরুষের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।
আহত ৩ জনকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply