হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় ট্রাক চাপায় আরফাজ আলী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকসা ৫ জন যাত্রী নিয়ে সুতাংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। অটোরিকসাটি শায়েস্তাগঞ্জ থানা মোড়ে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকসাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকসা যাত্রী আরফাজ আলী ঘটনাস্থলেই মারা যান। অটোরিকসার চালকসহ অন্য ৪ যাত্রী আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহত আরফাজ আলী হবিগঞ্জ সদর উপজেলার বিশাউড়া গ্রামের বাসিন্দা।
Leave a Reply