হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামক স্থানে সুরমা মেইল ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (২৮) নামের এক মহিলা নিহত হয়েছেন।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। তার ২ ছেলে ও দেড় বছরের এক মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, সালমা আক্তার ও তার স্বামী উপজেলার সুরাবই গ্রামে থেকে অলিপুর রেলগেইটের পাশে একটি চা-স্টল চালাতেন।
সকাল ৯টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে মহাসড়ক পারাপারের সময় সুরমা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে সালমা আক্তারের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
Leave a Reply