হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সুতাং নদীর উপর পাঁচ কোটি টাকা ব্যয়ে সেতুনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির মঙ্গলবার দুপুরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর ফলে সুতাং বাজার থেকে বাছিরগঞ্জ বাজারে আসা-যাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অবসানের সম্ভাবনা সৃষ্টি হলো।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, এলজিইডির প্রকৌশলী মাজেদুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
সাংসদ অ্যাডভোকেট মো আবু জাহির সঠিকভাবে যথাসময়ে নির্মাণকাজ সমাপ্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি বলেন, নির্মাণকাজে কোন অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে।
Leave a Reply