নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অমান্য করায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের এএসপি এ কে এম কামরুজ্জামান এবং শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মিনহাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮-এর ২৫ (২) ধারা অমান্য করায় ৫ জনের নিকট থেকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
Leave a Reply