হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মুক্তিপণ না পাওয়ায় অপহরণকারীরা অপহৃত স্কুলছাত্র তানভীর আহমেদকে (১৫) হত্যা করেছে।
মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার নূরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামে সৈয়দ আলীর বাড়ির পুকুর থেকে তানভীর আহমেদের মরদেহ পুলিশ উদ্ধার করে।
তানভীর আহমদ এই গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছিল।
পুলিশ অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২৫), নূরপুর গ্রামের মলাই মিয়ার ছেলে শান্ত (২৬) ও বাছিরগঞ্জ বাজারের জলিল কবিরাজের ছেলে জাহিদ মিয়াকে (২৮) গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রবিবার রাত ৮টায় তানভীর আহমেদকে অপহরণ করে এই তিন জন। এরপর তারা ফারুক মিয়ার কাছে ফোনে মুক্তিপণ বাবদ ৮০ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। পুলিশ রাতেই জাহেদ মিয়া ও শান্তকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের ‘মাস্টার মাইন্ড’ উজ্জ্বল মিয়াকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, পিতা ফারুক মিয়া সম্প্রতি হবিগঞ্জ জেলা শহরে কোটি টাকার জমি বিক্রি করেছেন। এই টাকার লোভেই ঘাতকরা অপহরণ ও হত্যার ঘটনা ঘটিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো রবিউল ইসলাম আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে জানান, তানভীর আহমদকে গলায় ফাঁস দিয়ে ও বুকে ছুরি চালিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply