হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুরা গ্রামের সোহেল মিয়া, পুরাসুন্দ গ্রামের মান্নান মিয়া ও ময়না মিয়া।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শায়েস্তাগঞ্জমুখী একটি মোটর সাইকেল ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থইে মারা যান সোহেল মিয়া ও মান্নান মিয়া। গুরুতর আহত অবস্থায় নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী পুরাসুন্দা গ্রামের নানু মিয়ার ছেলে ময়না মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্মরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন; কিন্তু সিলেটে নিয়ে যাবার পথে তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মাইক্রোবাসটি পালিয়ে যায়।
Leave a Reply