নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কিশোরী বিউটি আক্তার ধর্ষণ ও হত্যা মামলার আসামি বাবুল মিয়াকে র্যাব ৯ আটক করেছে।
র্যাব ৯-এর একটি বিশেষ দল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেফতার করে।
গত ২১ জানুয়ারি শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটি আক্তারকে প্রতিবেশী বাবুল মিয়া অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। এব্যাপারে তাকে আসামি করে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। এতে ক্ষেপে গিয়ে বাবুল মিয়া মামলার বাদি সায়েদ মিয়ার পরিরবারকে নানাভাবে হুমকি দিতে থাকে। তাই বিউটি আক্তারকে নিরাপত্তার জন্যে তার নানাবাড়ি লাখাই উপজেলার গুণিপুর গ্রামে পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে ১৬ মার্চ আবার অপহরণ করা হয় তাকে। পরদিন ৪ কিলোমিটার দূর ছাতাগর্ত হাওরে তার ক্ষত-বিক্ষত মরেদহ পাওয়া যায়।
Leave a Reply