হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুরে পুলিশ ও অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ২০ পুলিশ সহ অর্ধশত লোক হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে এই সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানান, পুলিশ নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেটে মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ রাখার নির্দেশ দিলে এর প্রতিবাদে শুক্রবার অটো শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাঁধে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে অটোরিক্সা চলাচল করলে পুলিশ বৃহস্পতিবার ৫টি অটো আটক করে। পরে অটো শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে সেগুলো ছেড়ে দেয়ার দাবি জানানো হয়; কিন্তু দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা নসরতপুর মোড়ে মহাসড়কে অবরোধ করলে পুলিশ বারণ করে। এবসময় শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়।
Leave a Reply