হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পানিবন্দি অবস্থা থেকে মুক্তির দাবিতে এবং পানি নিষ্কাশনের খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
সোমবার দুপুরে চাঁনপুর গ্রামবাসী বাছিরগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করেন। এতে এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সিরাজুল ইসলাম ধন মিয়া, দেলোয়ার হোসেন ময়না, ওয়াহিদুর রহমান দুদু, আব্দুল কাদির আজমান, আব্দুল গফুর ছোট মিয়া ও শাহজাহান মিয়া জিতু।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার পানি চলাচলের খালটি প্রভাবশালী চক্র দখল করে নেয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
Leave a Reply