হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাথর বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী সহ ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌণে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মাধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাইক্রোচালক কিশোরগঞ্জের ভৈরব এলাকার আল আমিন (২৭), ঝালকাঠির গৌতম (৩০), দোয়ারা বেগম (২৭) ও চাপাই নবাবগঞ্জের বায়েজিদ (৩০)।
পুলিশ জানায়, ভৈরব থেকে সবাই একটি মাইক্রোবাস যোগে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাবার পথে এ দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আহতদের উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন জানান, হতাহতরা ভৈরব এলাকার একটি কারখানায় কাজ করতেন।
Leave a Reply