NEWSHEAD

শায়েস্তাগঞ্জে ট্রেনের সাথে সিএনজি অটোরিক্সার ধাক্কায় স্কুলছাত্র নিহত

Published: 06. Oct. 2019 | Sunday

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চরে ট্রেনের সাথে সিএনজি অটোরিকসার ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রবিবার সকাল সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগনালের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া (৭) উপজেলার নছরতপুর গ্রামের সিএনজি চালক সেলিম মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুলে ২য় শ্রেণিতে পড়তো।
এলাকাবাসী জানান, নছরতপুর থেকে ৩ স্কুলছাত্র অটোরিকসায় ক্লাসে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামক স্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে চালক ঘুরে রেলক্রসিং পাড়ি দেয়ার চেষ্টা করছিল। এসময় সিলেটগামী একটি লোকাল ট্রেন অটোরিকসাটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

Share Button
January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

দেশবাংলা