নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটম চালক হত্যামামলায় দু’জনকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ এক তথ্য বিবরণীতে জানায়, মো আয়াত আলী (২৪) নামের এক যুবক উপজেলার সুরাবই গ্রামের আমির হোসেনের নিকট থেকে ভাড়ায় টমটম নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় গত ২৩ মার্চ টমটম নিয়ে তিনি লাদিয়া থেকে সুতাং বাজার সড়কে টমটম চালাতে যান। সর্বশেষ রাত আনুমানিক সাড়ে ৮টা পর্যন্ত তাকে টমটম চালাতে দেখা গেছে; কিন্তু অন্যান্য দিনের মতো ৯টার দিকে টমটম জমা দিয়ে বাড়ি ফিরে না আসায় পরিবার আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, তখন পর্যন্ত তার কাছে টমটম জমা দেওয়া হয়নি।
এরপর থেকে পরিবারের লোকজন আয়াত আলীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে গত ২৬ মার্চ দুপুর আড়াইটার দিকে লোকজনের মাধ্যমে খবর আসে, নূরপুর ইউনিয়নের পুরাসুন্দা এলাকার বড়বাড়ি কবরস্থান সংলগ্ন বাঁশ বাগানের গর্তের ভিতরে একটি মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে আয়াত আলীর ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহের মুখমণ্ডল পোড়া ও গলার বাম পাশে ছিদ্র ছিল।
এই ঘটনায় আয়াত আলীর বড় ভাই মো বিল্লাল মিয়া ওরফে মরম আলী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় গত ২৭ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব ৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় র্যাব ৯ ছায়া তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার, ২৮ মার্চ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলা এলাকায় অভিযান পরিচানা করে মিঠুন মিয়া (২৪, পিতা আলমগীর হোসেন, মাতা রোকেয়া খাতুন, পুরাসুন্দা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) ও ভাঙ্গারি ব্যবসায়ী ওসমানকে (৩৫, পিতা জমশের আলী, মাতা জাহেদা বেগম, পূর্ববাগ, নাছিনগর, ব্রাহ্মণবাড়ীয়া) গ্রেফতার করে।
এছাড়া টমটমের ব্যাটারিসহ ৫টি ব্যাটারি উদ্ধার এবং গ্রেফতারকৃত আসামি মিঠুন মিয়া ও ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করে। উদ্ধারকৃত টমটমের ব্যাটারিসহ গ্রেফতার ও আটকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply