এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। প্রচারে কেউ কারও চেয়ে কম নন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী এক বিএনপি নেতা বেশ শক্ত অবস্থানে আছেন। তারউপর আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী থাকায় হিসাব-নিকাশ মেলানো কঠিন হয়ে পড়েছে। প্রার্থীদের পরস্পরবিরোধী অভিযোগেরও শেষ নেই।
আয়তনের দিক দিয়ে ক্ষুদ্র এ উপজেলা নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল ও সড়ক যোগাযোগ সুবিধার জন্যে শিল্পাঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে বেশ আগেই। হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের প্রচেষ্টায় ২০১৭ সালের ২০ নভেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলা হিসেবে অনুমোদন লাভ করে। ১৮ জুন এ উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শায়েস্তাগঞ্জের ভোটার ৪৫ হাজার ৬৪১ জন। প্রার্থী উপজেলা বিএনপি নেতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ‘নৌকা’ প্রতীক নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী আহমদ খান। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও ৫ জন। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থী দেখেই তারা প্রতিনিধি নির্বাচন করবেন।
এদিকে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে প্রার্থীরাও যেন একে অপরের বিরদ্ধে অভিযোগের প্রতিযোগিতায় মেতে উঠেছেন।
অবশ্য নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানিয়েছেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন।
Leave a Reply