হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় মহামারি করোনা প্রতিরোধ ও মশক নিধনে জীবানুনাশক ঔষধ ছিটানো শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে জাস কোম্পানির এ কর্মসূচি উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। পৌর মেয়র এম এফ আহমেদ অলির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিনহাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান এমরান ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সর্দার। এছাড়াও উপস্থিত ছিলেন, জাস কোম্পানির মুশফিকুর রহমান।
পরে সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির পৌর পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং করোনা প্রতিরোধে সকলের মধ্যে সচেতনা বৃদ্ধির আহ্বান জানান।
উল্লেখ্য, জাস কোম্পানির এ কর্মসূচি একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে।
Leave a Reply