হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌর এলাকার পর এবার শায়েস্তাগঞ্জে খোলাবাজারে ১০ টাকা কেজি দরের চাল কিনতে অসমর্থদের পক্ষে দাম পরিশোধ করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহির।
রবিবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার ১ হাজার ৮শ ওএসএস কার্ডধারীর চলের বিপরীতে নিজের বেতন-ভাতা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা সাংসদ তিন ডিলারের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র সালেক মিয়া ও জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম।
এই বিপর্যয়কালে চাল বরাদ্দ দেওয়ায় এবং চালের মূল্য পরিশোধ করায় সুবিধাভোগকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সাংসদ আবু জাহিরের ব্যক্তিগত দানের পাশাপাশি জেলা আওয়ামী লীগের ইফতারের টাকা দিয়েও ২ হাজার মানুষের চালের দাম পরিশোধ করা হয়েছে।
Leave a Reply