হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোরচক্রের প্রধান আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে ৫ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, বুধবার শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে আবু তালেবকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, সম্প্রতিকালে সিলেট বিভাগের সকল জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য সিএনজি অটোরিক্সা চুরি হয়। এসব ঘটনায় সিএনজি অটোরিক্সা মালিক ও শ্রমিকরা আবু তালেব চক্রের বিরুদ্ধে র্যাবের কাছে অভিযোগ দেন।
আবু তালেবের পিতার নাম মো আব্দুল শহিদ। বাড়ি শায়েস্তাগঞ্জ উপজলার উবাহাটা গ্রামে। গ্রেফতারকৃত অন্যরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার মিডাপুর গ্রামের আব্দুল হকের ছেলে ফজলু মিয়া, রজবপুর গ্রামের দরবেশ আলীর ছেলে ফজলু মিয়া, বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম আহম্মেদ সুজন, নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃত মায়া উদ্দিনের ছেলে বদরুজ্জামান ও বুড়িনাঁও গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে সাইদ মিয়া।
আবু তালেবের দেওয়া তথ্যর ভিত্তিতে ৪টি সিএনজি অটোরিক্সাসহ মাধবপুর, বাহুবল ও মৌলভীবাজার সদর উপজেলা থেকে তার সহযোগীদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, আবু তালেবের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৪টির বেশি মামলা রয়েছে।
Leave a Reply