হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলিছ মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে তাকে দল থেকে বহিস্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মখলিছ মিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয়ী হন; কিন্তু তার বিরুদ্ধে ত্রাণের ও ভিজিডির চাল নিয়ে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।
তাকে চেয়ারম্যান পদ থেকেও বহিষ্কার করা হবে বলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশা প্রকাশ করেন।
Leave a Reply