শিপন আহমদ, ওসমানীনগর : সিলেটের ওসমানীনগর উপজেলার দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদরাসার মুহতামিম জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা প্রখ্যাত আলেম মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনীর দাফন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
এর আগে দুপুর আড়াইটায় দিকে গলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদরাসা মাঠে হাজার হাজার মানুষের অংশ গ্রহণে ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মাওলানা মুহাম্মদ হোসাইনের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
বুধবার দিনগত রাত আড়াইটার দিকে সিলেট মহানগীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৪ ছেলে ও ৬ মেয়েসহ হাজার হাজার ছাত্র, ভক্ত ও মুরিদ রেখে গেছেন।
শায়খ আব্দুস শহীদ ১৯৪১ সালে ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
Leave a Reply