বিশিষ্ট আলেমেদ্বীন ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, হিজরী বছরের প্রথম মাস মহররম। পবিত্র কোরআনে এ মাসের কথা উল্লেখ করা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাওবার ৩৬ নং আয়াতে বর্ণিত যে মাসগুলোতে যুদ্ধ-বিগ্রহ হারাম করা হয়েছে সেগুলোর মধ্যে মহররম অন্যতম। বহুবিধ কারণে এ মাসটি মুসলিম উম্মাহ কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আছে।
বুধবার দুপুর ২টায় সময় আখালিয়া বড়গুল এলাকায় হয়রত শাহ ওলীউল্লাহ (র) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম এতিমখানা মাদরাসার কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হয়রত শাহ ওলীউল্লাহ (র) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ রইছ উদ্দিনের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আরিফ রবাবনীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দারুস সালাম মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মকবুল আলী ও মাওলানা রিয়াজ উদ্দিন। আরো বক্তব্য রাখেন এম বেলাল আহমদ চৌধুরী, আল-আমীন আহমদ, মাওলনা খলিলুর রহমান, মাওলানা আব্দুল হাই, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সুজ্জামান, মাওলানা এমরান আহমদ প্রমুখ।
Leave a Reply