দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুরে সামাজিক সংগঠন শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের সুপেয় পানির সুবিধার লক্ষ্যে স্থাপিত গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মো ফারুক আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সমাজসেবী মো সিরাজুল ইসলাম, বাউল আফছান উদ্দিন, মো ঝুনু মিয়া, হারুন মিয়া, আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বাংলাদেশ কান্ট্রি সভাপতি আলী মেরাজ মোস্তাক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিটন আহমদ। পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন রাসেল।
Leave a Reply