নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা এলাকায় আবারো পাথরের গর্ত ধসে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
একের পর এক পাথরের গর্ত ধসে মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলমকে প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে এই গর্তের মালিক আব্দুল কাদিরকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে পাথরের গর্ত ধসের এ ঘটনা ঘটে। এতে নিহত শ্রমিকের নাম আনিস উদ্দিন (৩৫)। সে সুনামগঞ্জ সদর উপজেলার আহমদাবাদ গ্রামের কমর উদ্দিনের ছেলে। আহতরা হলো, সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছাছড়া গ্রামের ওয়ারিছ আলীর ছেলে আব্দুল গফুর, তাহিরপুর উপজেলার আনোয়ারপুর লোহারছড়া গ্রামের শামসু মিয়ার ছেলে মিজানুর রহমান ও কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল মান্নান। এই ৩ জনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply