নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর শাহী ঈদগা এলাকায় একটি দোকানের সামনে পড়ে থাকা ককটেল জাতীয় বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বস্তুটি নিষ্ক্রিয় করেন।
পুলিশ জানায়, বস্তুটি শক্তিশালী কোন বিস্ফোরক ছিলনা। কেউ আতংক সৃষ্টির উদ্দেশ্যে সেটা ফেলে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
সকাল ৯টার দিকে বস্তুটি দেখতে পয়ে এলাকবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে শাহী ঈদগা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড থেকে হাজারিবাগ গলির মুখ পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়।
Leave a Reply