নিজস্ব প্রতিবদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঈদের জামাতের প্রস্তুতি দেখতে ঐতিহাসিক শাহী ঈদগা পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে তিনি শাহী ঈদগা পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার আলাওর সহ অন্যরা।
অর্থমন্ত্রী শাহী ঈদগার প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
তিনি তার উদ্যোগে নবনির্মিত শাহী ঈদগার অত্যাধুনিক মিনারও ঘুরে দেখেন।
Leave a Reply