নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগ কর্মী তাহসান আহমদ শাহীন ও আবুল কালাম আসিফের উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে এ দাবি জানানো।
এতে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান। তিনি বলেন, জালালাবাদ কলেজ ছাত্র শিবিরের ঘাঁটি। সেখানে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে ছাত্র শিবির কর্মীদের তাহসান আহমদ শাহীন ও আবুল কালাম আসিফ গুরুতর আহত হন। জালালাবাদ কলেজের অধ্যক্ষ সহ দুই জন শিক্ষক হামলাকারীদের সাথে ছিলেন।
সংবাদ সম্মেলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
Leave a Reply